জামালপুর-২

ধর্মপ্রতিমন্ত্রী দুলালের বার্ষিক আয় ৬৫ লাখ ৭১ হাজার টাকা

​​​​​​​জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:০৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর- (ইসলামপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের বার্ষিক আয় ৬৫ লাখ ৭১ হাজার ৬৩৮ টাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দাখিল করা হলফনামায় তার বার্ষিক আয় দেখিয়েছিলেন ৭১ হাজার ৯৮৮ টাকা। সে হিসেবে মন্ত্রী হওয়ার পর তার আয় কমেছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরমের সাথে দাখিল করা হলফনামা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দাখিল করা হলফনামা থেকে তথ্য জানা গেছে।

হলফনামায় দেয়া তথ্য মতে ফরিদুল হক দুলাল গত বছরে কৃষি খাত থেকে আয় করেছেন লাখ ১৭০ টাকা, ব্যবসা থেকে ১৮ লাখ ৯৫ হাজার ২৮০ টাকা, ব্যাংক আমানত থেকে লাখ ৪৩ হাজার ৮৪০ টাকা, মৎস্যখাত থেকে ১৮ লাখ ৮৪ হাজার টাকা বেতন ভাতা থেকে পেয়েছেন ২১ লাখ ৪৮ হাজার ৩৪৮ টাকা আয় করেছেন।

হলফনামায় তিনি নিজ নামে ১৫ ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন ৬৫ হাজার টাকা। তার স্ত্রীর ৩০ ভরি স্বর্ণের দাম দেখিয়েছেন লাখ ৫০ হাজার টাক।

ফরিদুল হকের অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ব্যবসা খাতে নগদ অর্থের পরিমাণ (ব্যবসা) কোটি ২৬ লাখ হাজার ৫৫৭ টাকা, ব্যবসা বহির্ভূত কোটি ৯৫ লাখ ১২ হাজার ৩৭৯ টাকা। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে জমা ৮১ লাখ ৪০ হাজার ৮১৩ টাকা। এছাড়া বন্ড, ঋণপত্র, শেয়ার খাতে লাখ টাকা দেখিয়েছেন।

বর্তমানে ৬১ লাখ ২৭ হাজার ৭৬৩ টাকা দামের গাড়ি রয়েছে। পাশাপাশি লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী লাখ টাকার আসবাবপত্রও রয়েছে তার।

ধর্ম প্রতিমন্ত্রীর স্ত্রী আফরোজা হকেরও বেড়েছে অস্থাবর সম্পত্তি। তার ব্যবসা খাতে ১৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা, ব্যবসা বহির্ভূত ২৬ লাখ ২৫ হাজার ৭৭৯ টাকা। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ ৭৫ লাখ ২৫ হাজার ১১৭ টাকা। ১৫ লাখ টাকার দামের একটি গাড়ি রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদুল হকের স্থাবর সম্পত্তি হিসেবে কৃষি জমির পরিমাপ ছিল .৫০ একর এবং অকৃষি জমি ছিল সাড়ে ১৩ শতাংশ। একটি টিনসেড বিল্ডিংও ছিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামা মতে, গত পাঁচ বছরে তার কৃষি জমি কমে হয়েছে .৩২ একর। তবে বেড়েছে অকৃষি জমি। গত বছরের মধ্যে তিনি তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করেছেন, চারতলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে। মেসার্স মো. ফরিদুল হক খান জামালপুর প্রোপার্টিজ লিমিটেড নামে ধর্মপ্রতিমন্ত্রীর দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

তীব্র গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :