সাতক্ষীরার ৪টি আসনে ৩০ প্রার্থীর প্রতীক বরাদ্দ

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ২০:৫০ | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৩, ২০:৪৯

উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরার ৪টি আসনে ৩০ জন প্রার্থীর মাঝে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির প্রার্থীদের এ প্রতীক বরাদ্দ দেন।

জেলার চারটি আসনে ৩০ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি, জাসদ, বিএনএম, তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রমে উপস্থিত ছিলেন।

বৈধ প্রার্থীরা হলেন- সাতক্ষীরা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন, ওয়ার্কার্স পার্টি মনোনীত মুস্তফা লুৎফুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ইয়ারুল ইসলাম, স্বতন্ত্র শেখ মুজিবুর রহমান, স্বতন্ত্র শেখ নূরুল ইসলাম, স্বতন্ত্র এস এম মুজিবর রহমান, মুক্তিজোটের শেখ মো. আলমগীর হোসেন, স্বতন্ত্র মো. নূরুল ইসলাম, তৃণমূল বিএনপির সুমি, জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত।

সাতক্ষীরা সদর-২ আসনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান এমপি (স্বতন্ত্র) মীর মোস্তাক আহমেদ রবি, ন্যাশনাল পিপলস্ পার্টির মো. আনোয়ার হোসেন,

স্বতন্ত্র আফসার আলী, জাতীয় পার্টির আশরাফুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো. কামরুজ্জামান বুলু, তৃণমূল বিএনপির মোস্তফা ফারহান মেহেদী, স্বতন্ত্র এনছান বাহার বুলবুল।

সাতক্ষীরা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের আ ফ রুহুল হক, বাংলাদেশ সাম্যবাদী দল এর শেখ তারিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুল হামিদ, জাকের পার্টির মঞ্জুর হাসান, তৃণমূল বিএনপির রুবেল হোসেন, জাতীয় পার্টির আলিপ হোসেন।

সাতক্ষীরা-৪ আসনে তৃণমূল বিএনপির আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের এস এম আতাউল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন এর এইচ এম গোলাম রেজা, স্বতন্ত্র মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস্ পার্টির শেখ ইকরামুল, জাতীয় পার্টির মো. মাহবুবুর রহমান।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির জানান, আজ থেকে প্রার্থীরা নির্বাচনি আচরণ বিধি মেনে প্রচার চালাতে পারবে। কোন প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রার্থীতা বাতিল করা হবে।

(ঢাকা টাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

পাথরঘাটায় সাংবাদিকদের নামে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

চুয়াডাঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

তীব্র গরমে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন র‌্যাব কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :