শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকতকে শোকজ

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৭

আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলির সদস্য ডা. খালেদ শওকত আলীকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। তিনি শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে হবে।

শরীয়তপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও নড়িয়ার সিনিয়র সহকারী জজ মো. আরিফুল ইসলাম আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লিখিত ব্যাখ্যা চেয়ে ডা. খালেদ শওকত আলীকে এ নোটিশ প্রদান করেন।

নোটিশসূত্রে জানা গেছে, শরীয়তপুর-২ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী এ কে এম এনামুল হক শামীমের নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ স্বতন্ত্র প্রার্থী ডা. খালেদ শওকত আলীর বিরুদ্ধে নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের সূত্র ধরে নির্বাচনি অনুসন্ধান কমিটি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধান লঙ্ঘন বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ দিয়েছে তাকে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ডা. খালেদ শওকত আলী গত ১২ ডিসেম্বর রাতে ঢাকা হতে নিজ বাড়িতে এসে বহু লোকের জমায়েত করে মিছিল নিয়ে মাজেদা হাসপাতাল হয়ে ব্র্যাক অফিসের সামনে গিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। এছাড়াও ডা. খালেদ শওকত আলী ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে থেকে ঈগল মার্কা প্রতীক নিয়ে শত শত লোক সমাগম করে স্লোগান দিয়েছেন। যা জাতীয় সংসদ নির্বাচনি আচরণ বিধিমালার ১২ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘনের বিষয়ে আগামী ২১ ডিসেম্বর সকাল ৯টার মধ্যে শরীয়তপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. আরিফুল ইসলামের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে বা প্রতিনিধির মাধ্যমে ডা. খালেদ শওকত আলীকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

তীব্র তাপদাহে অতিষ্ঠ শেরপুরের জনজীবন, গরমে শিশুর মৃত্যু

তীব্র দাবদাহে বিপাকে মৎস্য খামারিরা, বড়সড় ক্ষতির আশংকা

বঙ্গবন্ধু সর্বদা বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন: খাদ্যমন্ত্রী

পূবাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত 

চাঁদপুরে আগুনে পুড়ে ১২ ব্যবসাপ্রতিষ্ঠান ছাই

সুইসাইড নোটে ‘স্বপ্ন’কে দায়ী করে পদ্মায় ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যা

নাটোরে পৌর আ.লীগের সহসভাপতিকে গুলি করে হত্যা

ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে আসছে নতুন ২ জোড়া ট্রেন

‘৭ জানুয়ারি আ.লীগ প্রার্থীকে জেতাতে অপকর্ম করেছি’, আ.লীগ নেতার বক্তব্য ভাইরাল

পিরোজপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :