গাজীপুরে নির্বাচনি মাঠে ১১ প্লাটুন বিজিবি

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৯:৪১

গাজীপুরে নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১১ প্লাটুন বিজিবি মাঠে নেমেছে। শুক্রবার সকাল ৮টা থেকে তারা কাজ শুরু করেছে। নির্বাচনের পরের দিন পর্যন্ত মাঠে থাকবে তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরে দায়িত্বে থাকা বিজিবি-৬৩ ব্যাটালিয়নের সিইও লে. কর্নেল মো. রফিকুল ইসলাম।

বলেন, বিজিবি মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ১১ প্লাটুন ছাড়াও আরও ২ প্লাটুন বিজিবি রিজার্ভে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাদেরও নামানো হবে। তারা ৮ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. মাহবুব আলম জানান, নির্বাচন উপলক্ষ্যে তাদের আড়াই হাজারের মতো পুলিশ দায়িত্ব পালন করবেন। ৫ জানুয়ারি তারা মাঠে নামবেন।

গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম জানান, ১২০০ এর মতো পুলিশ মোতায়েন করা হবে। ৬ জানুয়ারি তারা নির্বাচনি দায়িত্ব পালন শুরু করবেন।

র‌্যাব-১ এর গাজীপুর এলাকার দায়িত্বরত কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, এবার নির্বাচনে গাজীপুরের পাঁচটি নির্বাচনী আসনের প্রতিটিতে ১৬ জন করে মোট ৮০ জন র‍্যাব সদস্য মোবাইল ফোর্স এবং স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে কাজ করবে।

গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে গাজীপুরে পর্যাপ্ত সংখ্যক র‍্যাব, বিজিবি, পুলিশ সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হবে। গাজীপুরে পাঁচটি নির্বাচনী এলাকায় ভাগ হয়ে তারা দায়িত্ব পালন করবেন।

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :