পিসিবির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় পদ ছাড়লেন দুই কোচ ও ডিরেক্টর

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১৪:৪১ | প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৪, ১৪:২৫
(বাঁ থেকে) প্রধান কোচ গ্রান্ট ব্রাডবার্ন, ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিক ও ডিরেক্টর মিকি আর্থার।

ভারত বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পাওয়ায় পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ গ্রান্ট ব্রাডবার্ন, ব্যাটিং কোচ অ্যান্ড্রু পুটিকডিরেক্টর মিকি আর্থারকে জাতীয় দল থেকে সরিয়ে লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় তারা গত বছর নভেম্বরে এই দায়িত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত জানিয়েছেন। অবশেষে তাদের সিদ্ধান্ত গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতির মাধ্যমে পিসিবি বিষয়টি নিশ্চিত করেছে।

সমঝোতার মাধ্যমে আর্থার, ব্র্যাডবার্ন ও পুটিকের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে বলে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি জানিয়েছে ।

এর আগে ২০২৩ সালের এপ্রিলে পাকিস্তান জাতীয় দলের ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয় আর্থারকে। সঙ্গে প্রধান কোচের দায়িত্ব পান ব্র্যাডবার্ন। আর ব্যাটিং কোচ হন পুটিক। এই কোচিং প্যানেলের অধীনেই ভারত বিশ্বকাপে খেলেছেন বাবর আজমরা।

বিভিন্ন সূত্রে জানা যায়, ভারত বিশ্বকাপে ব্যর্থতার পরই জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের।

জানা যায়, পাকিস্তান ক্রিকেটের দায়িত্ব ছেড়ে ইংলিশ কাউন্টি দল গ্ল্যামারগণের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। আর্থার ডার্বিশায়ারের কোচ হিসেবেই থাকছেন আর পুটিক আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছেন।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এশিয়ান তায়কোয়ান্দো চ্যাম্পিয়ন ইরান

হাই পারফরম্যান্স দলে শ্রেয়াস-ইশান, আবারও ফিরতে পারেন কেন্দ্রীয় চুক্তিতে

এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যা বললেন মাশরাফি

এইচপির ট্রেনিং ক্যাম্পের দল ঘোষণা বিসিবির

যুক্তরাষ্ট্রে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ, দেখে নিন ম্যাচ সূচি

সিটি ছাড়ার কথা ভাবছেন  ‘ক্লান্ত’ গার্দিওলা

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ: বিশ্বকাপের অধিনায়কসহ ৭ জনকে রাখছে না ওয়েস্ট ইন্ডিজ

ব্রাজিলের কোপা স্কোয়াডে নতুন চার মুখ, বাদ পড়লেন এডারসন

দাপুটে জয়ে আবারও শিরোপা উঠলো ম্যানসিটির হাতে, গড়ল ইতিহাসও

পাকিস্তান সফরের ইচ্ছাপ্রকাশ বিরাট কোহলির, বেজায় খুশি আফ্রিদি

এই বিভাগের সব খবর

শিরোনাম :