কুড়িগ্রামে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৪, ১৪:৩৩

মাঘের শীতে কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনপদ। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা ও শীতের দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে।

জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশিসহ শীতজনিত রোগীর সংখ্যা। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় জেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার (২৭ জানুয়ারি) আজ জেলায় সকাল ৯টায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার ভ্যানচালক হারুন মিয়া বলেন, এই ঠান্ডায় ভ্যান নিয়ে যেতে মন চায় না। বের না হলে তো স্ত্রী-সন্তানদের কে কি খাওয়া বো এই জন্য বের হলাম।

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, সরকারিভাবে যে কম্বল পেয়েছি তা অতি সামান্য। তাই আমি বিত্তবানদের কাছে শীতার্তদের পাশে দাঁড়াতে আহবান জানাই।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শনিবার (২৭ জানুয়ারি) আজ জেলায় সকাল ৯টায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :