মিঠুন চক্রবর্তীর কি আসলেই ব্রেন স্ট্রোক হয়েছে?

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১০

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের সুপারস্টার মিঠুন চক্রবর্তী। শনিবার একটি সিনেমার শুটিং চলাকালীন আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। মিঠুনকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করেন তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তী। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

শোনা যাচ্ছে, ইস্কিমিক স্ট্রোক হয়েছে মিঠুন চক্রবর্তীর। এই স্ট্রোককে ব্রেন অ্যাটাকও বলা হয়। আসলেই কি তাই। অবশেষে ৭৩ বছর বয়সি অভিনেতার শারীরিক পরিস্থিতি ও অসুস্থতা নিয়ে বিবৃতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, ‘মিঠুন চক্রবর্তী (৭৩), জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শরীরের ডানদিকের উপর ও নিচের অংশে ব্যাথা নিয়ে সকাল ৯টা ৪০মিনিটে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তার মস্তিষ্কের এমআরআই-সহ প্রয়োজনীয় পরীক্ষা এবং রেডিওলজির বিভাগের পরীক্ষা-নিরীক্ষার করা হয়েছে।’

‘তার মস্তিষ্কের ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট (স্ট্রোক) ধরা পড়েছে। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সচেতন এবং ভালো আছেন। ডায়েটে নরম খাবার খাচ্ছেন। মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে একজন নিউরো-চিকিৎসক, কার্ডিওলজিস্ট এবং একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টসহ চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।’

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের জারি করা মেডিকেল বুলেটিনের মাত্র কয়েক ঘণ্টা আগেই মিঠুনের পরিবার তার স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতির কথা সংবাদমাধ্যমকে জানায়।

মিঠুনের বড় ছেলে মিমো ইন্ডিয়ানএক্সপ্রেসকে বলেন, ‘বাবা ১০০ শতাংশ ভালো আছেন, আর এটা একটা রুটিন চেক আপ’। একইভাবে মিঠুনের পুত্রবধূ মাদলসা শর্মাও (মিমোর স্ত্রী) মিঠুনের অসুস্থতার খবর, স্ট্রোক হওয়ার খবর উড়িয়ে দিয়েছিলেন। তার কথায়, ‘এগুলো সবই ভুয়া খবর।’

তবে হাসপাতাল কর্তৃপক্ষের জারি করা বিবৃতি বলছে, ইস্কিমিক স্ট্রোক হওয়ার খবর সত্যি। তবে তিনি সম্পূর্ণ সচেতন আছেন।

এদিকে আবার মিঠুনের সঙ্গে দেখা করে পরিচালক রাজ চক্রবর্তী বলেছিলেন, ‘মিঠুনদার সঙ্গে কথা হলো। উনি জানিয়েছেন, ওনার সুগার লেভেল বেড়ে গিয়েছিল। কোনো ব্রেন স্ট্রোক হয়নি। উনি সম্পূর্ণ সুস্থ আছেন। আগামীকালই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’

মিঠুনকে দেখতে গিয়ে অভিনেত্রী ও রাজনীতিক দেবশ্রী রায় জানান, ‘এখন ভালো আছে। আজই মিঠুন চক্রবর্তীকে কেবিনেটে স্থানান্তরিত করা হবে। অসুস্থতার খবরে অত্যন্ত শকড ছিলাম। এখন ঠিক আছে। কথাও হয়েছে আমার সঙ্গে।’ সোহমও জানান, মিঠুন ভালো আছেন।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :