বেড়ায় দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৪
অ- অ+
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান।

পাবনার বেড়া উপজেলায় টাকা নিয়ে বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরের পর বেড়া বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষ হয়।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল হাসান বলেন, বেড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান ময়ছারের সঙ্গে সাঁথিয়ার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কালু মল্লিকের দীর্ঘদিন ধরে টাকা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার কালু মল্লিকের কাছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হয়।

উত্তেজনার রেশ ধরে শুক্রবার দুপুরের পর মিছিলের প্রস্তুতি নেওয়ার জন্য দুই গ্রুপের লোকজন বেড়া বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। তবে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পোষা সাপের দংশনে মৃত যুবকের প্রাণ ফেরাতে রাতভর ঝাড়ফুঁক
শেখ হাসিনার নির্দেশেই মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগ: রিজভী 
মেজর সিনহা হত্যা: ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু
আওয়ামীপন্থী সেই ৬১ আইনজীবীর জামিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা