রিহ্যাব নির্বাচন শেষ, ফলাফল রাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৬ | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৩

দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) নতুন পর্ষদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা।

মঙ্গলবার বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়।

রিহ্যাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত কুমার দে ঢাকা টাইমসকে বলেন, ‘নির্বাচন যথাসময়ে শুরু হয়েছে। ভোটগ্রহণ এলাকার পুরো রুম সিসিটিভির আওতায় আছে। নির্বাচন স্বচ্ছ হয়েছে। আনুষ্ঠানিকভাবে ভোট গণনা শুরু করেছি আমরা।’

এ নির্বাচনের মধ্য দিয়ে ১৬ বছর পর নির্বাচিত কমিটি পেতে যাচ্ছে দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সমিতি রিহ্যাব। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৮ সালে। সেই কমিটির মেয়াদপূর্তির পর পর্ষদ গঠিত হচ্ছিল সমঝোতার ভিত্তিতে।

সর্বশেষ ২০২১ সালে সব প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এতে টানা চতুর্থবারের মতো সভাপতি হন আলমগীর শামসুল আলামিন কাজল।

এবারের নির্বাচনে ৪৭৬ জন সদস্য ভোট দিয়ে ২০২৪-২৬ মেয়াদের জন্য তাদের নেতা নির্বাচন করবেন।

ঢাকার ২৯টি পরিচালক পদের বিপরীতে ৮৬ জন এবং চট্টগ্রামের তিনটি পরিচালক পদের বিপরীতে সাতজন প্রার্থী রয়েছেন।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এমএইচ/এফএ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :