পবিপ্রবির সংকট নিরসনে শিক্ষক সমিতির বিবৃতি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) চলমান অচলাবস্থা নিরসনে বিবৃতি প্রকাশ করেছে পবিপ্রবির শিক্ষক সমিতি।
বুধবার দুপুর ২টায় কৃষি কনফারেন্স কক্ষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বিবৃতি পাঠ করে শোনান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আসাদুজ্জামান মিয়া।
বিবৃতিতে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি পবিপ্রবি শিক্ষক সমিতি ও ক্লাস প্রতিনিধিদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দ্রুত ক্লাস ও পরীক্ষা শুরুর জন্য এবং বিশ্ববিদ্যালয়ের চলমান বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য আহ্বান জানানো হয়।
কেউ কেউ শিক্ষক সমিতির চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার পাঁয়তারা করার চেষ্টা করছে বলে অভিযোগ করে তাদের প্রতি নিন্দা জানানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক অচলাবস্থা নিরসনে কোনো পদক্ষেপ না নিয়ে সিদ্ধান্তহীনতা, নিষ্ক্রিয়তা এবং নিয়ন্ত্রণহীনতা ও বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষক সমিতির নেতারা ।
ক্লাস পরীক্ষা কবে থেকে চালু হতে পারে সাংবাদিকদের এরকম প্রশ্নের উত্তরে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ বলেন, " আমরা দ্রুত ক্লাস পরীক্ষায় ফিরে যেতে চাই, এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
(ঢাকাটাইমস/২৮ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)