বাঁধের কাজ শেষ না হওয়ায় সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ 

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ০৭ মার্চ ২০২৪, ১২:১৯

বর্ধিত সময়েও ফসল রক্ষা বাঁধের কাজ না হওয়ায় সুনামগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে জেলা কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম শেফু, হাওর বাঁচাও আন্দোলন উপদেষ্টা রমেন্দ্র কুমার দে মিন্টু, হাওর বাঁচাও আন্দোলন জেলা সভাপতি

ইয়াকুব বখত, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আবু সাইদ, শফিক মিয়া সহ প্রমুখ।

এই প্রতিবাদ সমাবেশ সর্বস্তরের জনগণসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একাত্মা প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণে সরকারের কোটি কোটি টাকা লুটপাট করা হচ্ছে। নীতিমালা অনুযায়ী বাঁধ নির্মাণ করা হয়নি। এখনও বাঁধ নির্মাণের কাজ চলছে। কিন্তু ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ বাঁধের কাজ শেষ করার নির্দেশনা ছিল। আজ ৭ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হলেও শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা পিআইসিরা। বাঁধ ভেঙে ফসলের ক্ষতি হলে সংশ্লিষ্টের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেয় বক্তারা।

সমাবেশে বক্তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি হাজার হাজার কৃষকের ফসল রক্ষা বাঁধের বিষয়ে বিস্তারিত জানান কত টুকু কাজ হয়েছে, কীভাবে হয়েছে। কারণ কৃষকগণ কেউই জানে না বাঁধ কাজের পরিমাণ, যা জানে তা হলে নিয়মবহির্ভূত ভাবে বাঁধের টাকা লুটপাট করতে কাজ সঠিকভাবে হয়নি। অনিয়ম কারীদের বিরোধী কঠোর পদক্ষেপ গ্রহণ করাও হয়নি।

(ঢাকা টাইমস/০৭মার্চ/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :