বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যাদায় ৭ই মার্চ উদযাপন

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৫:৫২ | প্রকাশিত : ০৭ মার্চ ২০২৪, ১৫:৩৫

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা ফায়ার সার্ভিস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে ।

দিবসের শুরুতেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার, উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা গণ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

শিক্ষক অঞ্জন কুমারের সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্যের উপর বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী ও বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ প্রমুখ।

(ঢাকাটাইমস/০৭মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :