গাইবান্ধা পৌরসভার নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, প্রতারিত না হওয়ার আহ্বান

​​​​​​​গাইবান্ধা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৪, ১৬:৩৭
অ- অ+

গাইবান্ধা পৌরসভার নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে‌ ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ পাওয়া গেছে। ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে একটি দৈনিক পত্রিকার লোগোও যুক্ত করে দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মার্চ) দুপুরে এ ঘটনায় পৌরসভা কর্তৃপক্ষ গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান বলেন, গত ১৯ মার্চ অনলাইনে গাইবান্ধা পৌরসভার নাম ও মেয়রের স্বাক্ষর উল্লেখ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যা ভুয়া ও ভিত্তিহীন।

তিনি বলেন, গাইবান্ধা পৌরসভার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। কেউ অসৎ উদ্দেশ্য সাধনের জন্য অনলাইনে এমন ভুয়া বিজ্ঞাপন ছাপিয়েছেস বলে জানান তিনি।

গাইবান্ধা জেলাবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, ইতোমধ্যে থানায় জিডি করা হয়েছে। উক্ত বিজ্ঞাপনের বিষয়ে গাইবান্ধা পৌরসভা কিছুই জানে না। তাই প্রতারিত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান মেয়র।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, গাইবান্ধা পৌরসভার নামে ভুয়া বিজ্ঞাপন সংক্রান্ত একটি জিডি হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএসএমএমইউ’র নতুন পরিচালক ব্রিগেডিয়ার আবু নোমান
আজিমপুর করবস্থানে চাঁদাবাজির মামলা: বাদী-সাক্ষী চেনেন না আসামি
কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের হাতকে শক্তিশালী করুন : আব্দুল হালিম
বাংলাদেশে স্বৈরাচারের স্থান জনগণ মেনে নেবে না : আমিনুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা