কালীগঞ্জে পৃথক দুর্ঘটনায় ২ জন নিহত

​​​​​​​ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪, ১৮:৪৮
অ- অ+

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার (২৬) নামে এক নরসুন্দর ট্রাকের ধাক্কায় আসলাম হোসেন লিটন (৪৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার সকালে লিটন মোটরসাইকেল যোগে যশোরে যাওয়ার পথে বারোবাজার ফুলবাড়ি নামক স্থানে ট্রাকের ধাক্কায় নিহত হন। সে উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

অপরদিকে রোববার দিবাগত রাত ২টার দিকে কালীগঞ্জের সুন্দরপুর স্টেশনের অদূরে প্রকাশ কুমার ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন।

স্থানীয়দের ধারণা, রাতে খুলনা থেকে ঢাকাগামী গোয়ালন্দ ট্রেনে কাটা পড়তে পারেন তিনি। খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে রেল পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

নিহত প্রকাশ কোটচাঁদপুর সলেমানপুর গ্রামের দেবেন বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার কালুখালি গ্রামের মামার বাড়িতে থেকে তালেশ্বর বাজারে নরসুন্দরের কাজ করতেন।

পার্শ্ববর্তী মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার মশিয়ার রহমান জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসলামী বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত করতে ডোপ টেস্টের দাবি শিক্ষার্থীদের 
বকেয়া ৪৭৮ কোটি টাকা, ইউনাইটেড গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
প্রকল্প কাজে অনিয়ম-দুর্নীতি: এলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬ কার্যালয়ে দুদকের অভিযান
আজ কুলাউড়ায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন জামায়াতের আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা