কোহলির পথে হেঁটে অবসর নিলেন রোহিত শর্মাও

বিশ্বকাপ জিতে ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানিয়েছিলেন, টি-টোয়েন্টি থেকে তার অবসরের কথা। বিরাটের পথে হেঁটে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মাও। পুরস্কার বিতরণের মঞ্চে অবশ্য রোহিত শর্মা বললেন না কিছুই। কিন্তু অফিসিয়াল সংবাদ সম্মেলনে ঠিকই বলে দিলেন বিদায়। বিশ্বকাপ শিরোপা জয়ের পরই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলে দিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা। এই দুজনের বিদায়ে টি-টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেটে একটা অধ্যায়েরই যেন সমাপ্তি হলো।
সময়টা ভালো যাচ্ছিল না ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। পুরো বিশ্বাকাপে ছিলেন ব্যাট হাতে ছন্দহীন। ফাইনালে তিনি ৫৯ বলে ৭৬ রানের দারুণ ইনিংস খেলেছেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। ওই পুরস্কার নিতে এসে কোহলি জানালেন বিদায়। নিজ মুখেই বলে দিলেন, এটাই ছিল ভারতের জার্সিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে হার্শা ভোগলেকে বিরাট কোহলি জানিয়েছেন এবার থামতে চান তিনি। নতুনদের হাতে তুলে দিতে চান ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাটন। সেই পথে হাঁটলেন রোহিতও। বিরাট কোহলির ঘোষণার ঠিক ১২০ মিনিট পর হিটম্যান জানালেন তার বিদায়ের কথা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, 'এটাই আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এই ফরম্যাটকে বিদায় জানানোর জন্য এটাই সেরা সময়। আমি এর প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। আমি এই ফরম্যাট দিয়েই ভারতের হয়ে খেলা শুরু করেছিলাম। এটাই আমি চেয়েছিলাম, আমি কাপ জিততে চেয়েছিলাম।'
তিনি যোগ করেন, 'আমি এটা (শিরোপা জিততে) খুব করে চেয়েছি।এটা ভাষায় বর্ণনা করা খুবই কঠিন। এটা আমার জন্য খুবই আবেগপূর্ণ মুহূর্ত। আমি আমার জীবনে এই টাইটেলটি জেতার জন্য মরিয়া ছিলাম। সুখী অনুভব করছি আমরা লাইনটা অতিক্রম করতে পারায়।'
১৫৯ ম্যাচের ক্যারিয়ার দিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানালেন রোহিত শর্মা। বিদায়ের সময় তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ রানসংগ্রাহক। ৪ হাজার ২৩১ রান জমা হয়েছে তার নামের পাশে। জিতেছেন দুই বিশ্বকাপ। ২০০৭ সালের প্রথম বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন রোহিত। আর শেষ করলেন ২০২৪ সালের বিশ্বকাপ জিতে।
(ঢাকাটাইমস/৩০ জুন/এনবিডব্লিউ)

মন্তব্য করুন