চুয়াডাঙ্গায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে মোমিনপুর রেল স্টেশনের পাশের রাস্তায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহত গোলাম ফারুক জোয়ার্দার (৫৭) সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন।
তিনি ২০০২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোমিনপুর ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেন।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ফারুক জোয়ার্দার মঙ্গলবার বিকালে মোমিনপুর বাজারে রেল স্টেশনের পাশের রাস্তায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি গোলাম ফারুক জোয়ার্দারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে।
ঢাকাটাইমস/০৬আগস্ট/পিএস