উত্তাল গোপালগঞ্জ, ৮ দফা দাবিতে রাস্তায় সনাতন ধর্মাবলম্বীরা

দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর চালানো হামলা, ও নির্যাতনের প্রতিবাদে এবং ৮ দফা দাবি আদায়ে গোপালগঞ্জে বিক্ষোভ-সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গোপালগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রায় ৮ হাজার সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
সোমবার সকাল ১১টার পর জেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। এক পর্যায়ে বঙ্গবন্ধু সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মিছিলে সনাতনী তরুণ, তরুণী ও বয়স্করাসহ প্রায় সকল বয়সী মানুষ অংশগ্রহণ করে। হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড, মাথায় বাংলাদেশের পতাকা, কেউ কেউ ফুঁ দিচ্ছেন শাঁখে, কেউ একটানা স্লোগান দিয়ে যাচ্ছেন। এছাড়া স্লোগানে স্লোগানে উত্তাল ছিল সমাবেশস্থল।
বিক্ষোভ চলাকালীন বঙ্গবন্ধু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি’, ‘হিন্দুদের ওপর হামলা কেন, জবাব চাই, জবাব চাই’, ‘আমার মাটি, আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’সহ নানা ধরনের স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা বিভিন্ন জেলায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি-ঘরে ভাঙচুর, মন্দিরের জায়গা দখল এবং অগ্নিসংযোগ, লুটপাট ও সনাতনী মা-বোন, ভাইদের নির্যাতন, হত্যা ও দেশ ত্যাগের হুমকিসহ নানাবিধ নির্যাতনের প্রতিবাদ জানান।
পরে সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করা, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করার পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করা, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ, সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করা এবং শারদীয় দুর্গাপূজায় ৫ দিন ছুটি ঘোষণাসহ ৮ দফা দাবি তুলে ধরেন।
(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)

মন্তব্য করুন