হাবিপ্রবির তাজউদ্দীন আহমেদ হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

হাবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, ১১:২৯| আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১১:৪৭
অ- অ+

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীদের সহায়তায় অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমানের সঙ্গে শিক্ষক, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে হল খোলার বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের এক পর্যায়ে হল খোলার পূর্বে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে কথা উঠলে সবার মতামতের ভিত্তিতে আবাসিক হলগুলোতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় ৷ পরবর্তীতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমেদ হলে অভিযান চালানো হয়।

এ সময় হলের একটি ফ্লোরে ছাত্রলীগ নেতাকর্মীদের কয়েকটি রুম থেকেই উদ্ধার করা হয়েছে ১৪৩টি বাঁশের লাঠি, ১৬টি লোহার রড, ২২টি লোহার পাইপ, ৬টি সামুরাই, ২টি লোহার চেইন, ৩টি খালি মদের বোতল ও মাদক সামগ্রী।

সরকার পতনের পূর্বে তাজউদ্দীন আহমেদ হলে সার্বক্ষণিক অবস্থান করতেন হাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. এম. মাসুদ রানা মিঠু।

অস্ত্র উদ্ধারের বিষয়ে হাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. এম. মাসুদ রানা মিঠুর বক্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

হাবিপ্রবি ছাত্রলীগের এই সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হলের শিক্ষার্থীদের ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন মিছিল-মিটিংয়ে নিয়ে যাওয়া এবং না গেলে হলের সাধারণ শিক্ষার্থীদের সিট বাতিল করে দেবে এমন হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকদের সহায়তায় সেনাবাহিনীর হাতে তুলে দেন সাধারণ শিক্ষার্থীরা।

(ঢাকা টাইমস/১৪আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা