চেন্নাইয়ে দ্বিতীয় দিনের মতো অনুশীলনে ব্যস্ত টাইগাররা
বর্তমানে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা। ভক্তরা মুখিয়ে থাকেন এই দুই দলের লড়াই দেখতে। আর মাত্র দুইদিন পরেই ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজে ধবলধোলাই করার পর বাংলাদেশের আত্মবিশ্বাস তুঙ্গে। যদিও, ভারতের মাটিতে পরীক্ষা যে কঠিন হবে, সেটি বলার অপেক্ষা রাখে না। তারপরও পাকিস্তানে ইতিহাস গড়ে আসা বাংলাদেশকে যে আগের চেয়ে একটু হলেও বেশি সমীহ করছে ভারত সেটা আর বলার অপেক্ষা রাখে না।
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ইতোমধ্যে ভারত পৌঁছেছে বাংলাদেশ দল। গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রথম দিনের অনুশীলনও সারে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। হাতে খুব বেশি সময় নেই। বসে নেই বাংলাদেশ দল। দ্বিতীয় দিনের মতো আজ সকাল থেকেই অনুশীলন করেছেন শান্ত-মুশফিকরা।
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে পুরো দল নিয়ে অনুশীলন শুরু করেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বোলার, ব্যাটাররা নিজেদের ঝাঁলিয়ে নিচ্ছেন যুদ্ধে নামার জন্য। অনুশীলনে শান্ত, লিটন, জাকের আলী, নাঈম হাসানরা ছিলেন বেশ উজ্জীবিত।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ দল ভারত। বাংলাদেশের অবস্থান এখন চারে। চ্যালেঞ্জিং এ সিরিজে নিজেদের সেরাটুকু উজাড় করে দেয়ার ঘোষণা দিয়ে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পুরো দল গভীর মনোযোগে অনুশীলন করলেও দলের সঙ্গে এখনও যোগ দেননি সাকিব আল হাসান। লন্ডনে কাউন্টি ক্রিকেট শেষ করেই যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও এখনও ভারতে পৌঁছাননি তিনি। প্রথম টেস্টের আগেই যোগ দেওয়ার জোর সম্ভাবনা আছে তার। বল হাতে ছন্দে থাকা সাকিবের চেন্নাই টেস্টে খেলার সম্ভাবনাই বেশি।
(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/এনবিডব্লিউ)