তিনদফা দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন 

জাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তিনদফা দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দাবিগুলো হলো, সারাদেশে মব জাস্টিস বন্ধ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সৃষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ গ্রহণ এবং দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি।

মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বাপ্পী বলেন, ‘গতকাল আমাদের ক্যাম্পাসে এক ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা গণপিটুনির স্বীকার হয়ে আহত অবস্থায় প্রশাসনের হাতে তুলে দিলে পুলিশি হেফাজতে মারা যান। শামীম মোল্লাকে প্রথমে প্রান্তিক গেটে প্রথম দফায় মারা হয় এরপর প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক সেখানে উপস্থিত থাকায় তাকে ফাঁসানো হচ্ছে। সব দোষ চাপানো হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর। প্রশাসন ভিডিও ফুটেজগুলো জাস্টিফাই করে কেন ব্যবস্থা নিচ্ছে না। যেসকল অপরাধীরা কালকের ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনা হোক। সারাদেশে যে মবজাস্টিস শুরু হয়েছে সেটা বন্ধ করুন। আমরা একটি সুন্দর দেশ, সুন্দর ক্যাম্পাস গঠনে সরকারকে সহযোগিতা করব।’

ইতিহাসে বিভাগের শিক্ষার্থী ইয়াহিয়া জিসান বলেন, ‘আমাদের নতুন স্বাধীন বাংলাদেশে আমরা কোনো বিচার বর্হিভূত হত্যাকাণ্ড চাই না। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আবরার ফাহাদ সহ অনেক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা চাই অবিলম্বে এ সংস্কৃতি বন্ধ হোক। গতকালকের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করতে হবে এবং পরবর্তীতে যাতে ক্যাম্পাসে আর এমন গর্হিত কাজ না ঘটে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।’

ইংরেজি বিভাগের ৪৯ তম আবর্তনের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, 'চব্বিশের আন্দোলনকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি কিন্তু আদৌও কি আমরা সেই স্বাধীনতা পেয়েছি? আমরা গতকাল দেখলাম সাবেক ছাত্রলীগ নেতা সন্ত্রাসী শামীমকে বিচারবহির্ভূতভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। ছাত্রলীগের সময়েও আমরা দেখেছি ট্যাগিং এর নামে বিভিন্ন শিক্ষার্থীকে নির্যাতন করা হতো, কিন্তু সেই কালচার আবারো ফিরে এসেছে। এমন সব ঘটনার পেছনেই ইন্ধনদাতা হল ছাত্ররাজনীতি। তাই অবিলম্বে আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চাই। গতকাল এহেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটা সত্ত্বেও প্রশাসন এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন বা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। এমনকি ১৫ জুলাই যারা ছাত্রদের ওপর হামলা করেছিল তাদেরও কোনোরূপ শাস্তির আওতায় আনা হয়নি। এমনকি তালিকাও করা হয়নি, অতি দ্রুত এ সকল ঘটনায় জড়িত দোষীদের তালিকা তৈরি করে তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় আনতে হবে।’

(ঢাকা টাইমস/১৯সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :