যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ০৮:২২
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ীতে এলাকায় জাহাঙ্গীর হোসেন (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার রাত ১০টার দিকে মীরহাজারীবাগ এলাকায় নিহতের বাসার সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পর মুমূর্ষ অবস্থায় পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে পৌঁনে ১২টার দিকে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা মো. রুবেল জানান, রাত সাড়ে ১০ টার দিকে মীরহাজারীবাগ বাসার পাশের একটি দোকানে গিয়েছিল জাহাঙ্গীর। সেখান থেকে ফেরার পথে তিন-চারজন মুখোশ পরিহিত ব্যক্তি মোটরসাইকেলে এসে জাহাঙ্গীরকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। রাস্তা থেকে তুলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়। কারা তাকে হত্যা করেছে এলাকায় গেলে জানতে পারবো।’

রুবেল আরও জানান, মীরহাজারীবাগে নিজ বাড়িতে স্ত্রী ও এক এক মেয়েকে নিয়ে থাকতেন জাহাঙ্গীর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ‘স্বজনরা ওই ব্যক্তিকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

(ঢাকাটাইমস/৭অক্টোবর/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন যুবক!
মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল হক 
লাশ নিয়ে যাওয়ার পথে প্রাণ গেল দুজনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা