রাজনৈতিক সংস্কার ছাড়া রাষ্ট্রের সংস্কার স্থায়ী হবে না: নুরুল হক নুর 

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৪, ১৯:১৬
অ- অ+

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের জায়গা হবে না। রাজনৈতিক সংস্কার ছাড়া রাষ্ট্রের সংস্কার স্থায়ী হবে না।’

শনিবার বিকালে নোয়াখালীর মাইজদীতে ছাত্র-জনতার আত্মত্যাগকে ধারণ করে দুর্নীতি-দুঃশাসন মুক্ত বৈষম্যহীন ও গণতান্ত্রিক দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘এক লুটেরা গিয়েছে, যদি আবারো কোনো লুটেরা ক্ষমতায় আসে তাদেরও একই চিত্র দেখতে হবে। আজ যারা আওযামী লীগের মতো দখলদারি, চাঁদাবাজি করতে চায় তারা গণঅধিকার পরিষদকে ভয় পায়।’

নিবন্ধিত রাজনৈতিক দলকে সরকারের পক্ষ থেকে বাৎসরিক বাজেট দেওয়ার দাবি করে নুর বলেন, ‘সাধারণ মানুষ রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। কোটি কোটি টাকা খরচ করার ভয়ে সাধারণ জনগণ নির্বাচনে সম্পৃক্ত হতে পারে না। জাতীয় নির্বাচনের আগে সকল স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৪ এর গণঅভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়ায় আপনাদের ধন্যবাদ জানাই। নোয়াখালীর অভিশাপ ছিলেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার সাথে ওবায়দুল কাদের মিলে আমাদের হাজারো ভাইকে খুন করেছে। তাদের কোনো ক্ষমা হতে পারে না।’

আওয়ামী লীগ দেশের রাজনীতির সৌন্দর্য নষ্ট করেছে উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, ‘তারা শিক্ষার্থীদের যত গুলি করেছে তার প্রতিটা বুলেটের বিচার এ দেশে হবে। শেখ হাসিনা বলেছিলেন, শেখ মুজিবের কন্যা পালায় না। এটা বলার তিনদিন পর তিনি পালিয়ে গেছেন। আমাদের স্পষ্ট দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।‘

(ঢাকা টাইমস/০২নভেম্বর/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানো হলো র‌্যাবের দুই সাবেক কর্মকর্তাকে
গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫
ডাক পেয়েও বিগ ব্যাশে খেলা হচ্ছে না রিশাদ হোসেনের
নতুন মামলায় গ্রেপ্তার ইনু-মেনন-দীপু মনি-পলক, কারাগারে প্রেরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা