সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর লাইসেন্স করা পিস্তল মিলল পরিত্যক্ত অবস্থায়
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর মনিপুরী এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) তালেবুর রহমান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় মনিপুরী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সেটি তেজগাঁও থানায় নেওয়া হয়েছে।’
৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তার তেজগাঁও নাখালপাড়ায় বাসায় লুটপাট চালানো হয়। কিছুদিন আগে সাবেক এই মন্ত্রীকে ভারতে দেখা যায়।
কিন্তু কামালের ছেলে জ্যোতিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি কারাগারে আছেন। সরকার পতনের পর লাইসেন্স করা অস্ত্র থানায় জমা দেওয়ার কথা বলা হলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তা দেননি।
(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এসএস/এজে)
মন্তব্য করুন