সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর লাইসেন্স করা পিস্তল মিলল পরিত্যক্ত অবস্থায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৪, ১৪:০২| আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৪:২৭
অ- অ+

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে রাজধানীর মনিপুরী এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) তালেবুর রহমান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় মনিপুরী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সেটি তেজগাঁও থানায় নেওয়া হয়েছে।’

৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তার তেজগাঁও নাখালপাড়ায় বাসায় লুটপাট চালানো হয়। কিছুদিন আগে সাবেক এই মন্ত্রীকে ভারতে দেখা যায়।

কিন্তু কামালের ছেলে জ্যোতিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি কারাগারে আছেন। সরকার পতনের পর লাইসেন্স করা অস্ত্র থানায় জমা দেওয়ার কথা বলা হলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তা দেননি।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এসএস/এজে)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু
আলফাডাঙ্গায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
পিলখানা হত্যাকাণ্ড: স্বাধীন কমিশন বিষয়ে অপূর্ণাঙ্গ তথ্য দেওয়ায় হাইকোর্টের উষ্মা
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৮৬ রান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা