মুগদায় লেক থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রাজধানীর মুগদা থেকে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে মুগদার গ্রিন মডেল টাউনে লেকের কচুরিপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন ভূঁইয়া ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে কিশোরকে হত্যা করে লেকের কচুরিপানার নিচে ফেলে রাখা হয়েছে।
এদিকে উদ্ধারকৃত কিশোরের পরিচয় এখনও পাওয়া যায়নি। উদ্ধারের সময় তার পরনে ছিল কালো রঙের হাফ হাতা গেঞ্জি ও সবুজ রঙের হাফ প্যান্ট।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এলএম/এমআর)
মন্তব্য করুন