ছাত্রদলকর্মীর বিরুদ্ধে জবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৩৩
অ- অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফিন্যান্স বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রদলকর্মী মো. রায়হান হোসেন পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

বুধবার ভিডিও ধারণের সন্দেহকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) ভবনের নিচে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যমে বিচার চেয়ে হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

ভুক্তভোগী জিহান জানান, ‘আমি আমার এক বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। পাশেই রায়হান ও তার কয়েকজন সঙ্গীর মধ্যে বাকবিতণ্ডা চলছিল। আমার হাতে ফোন ছিল এবং হয়তো ক্যামেরাটি তাদের দিকে ছিল, যা আমার জানা নেই। এ সন্দেহে তারা আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ফোনটি ছিনিয়ে নেয়। এরপর রায়হান আমাকে চড়-থাপ্পড় ও লাথি মারে এবং অকথ্য ভাষায় গালাগালি করে। আমি তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমার পরিচয় জানাই এবং ফোনের গ্যালারি চেক করতে বলি, কিন্তু তারা তা আমলে নেয়নি। আমার সঙ্গে এমনটা ঘটবে ভাবিনি। আমি নিরাপদ ক্যাম্পাস চাই।’

অভিযুক্ত রায়হান এ প্রসঙ্গে বলেন, ‘প্রথমে তাকে বহিরাগত ভেবেছিলাম। আমাদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। তখন আমাদের মনে হয় জিহান তার ফোনে ভিডিও করছে। তাকে জিজ্ঞাসা করলে সে ভিডিও করেনি বলে জানায়। এরপর কথার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।’

থাপ্পড় ও লাথি মারার বিষয়ে প্রশ্ন করা হলে রায়হান স্পষ্টভাবে কোনো উত্তর দেননি এবং বিষয়টি এড়িয়ে যান।

জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের জানাবো। সহিংসতা কখনো সমর্থন করি না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, ‘বিষয়টি আমরা মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।’

(ঢাকাটাইমস/২জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা