লক্ষ্মীপুরে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসব

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৫, ১৮:২০| আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:০৪
অ- অ+

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলার রামগঞ্জ মডেল কলেজ ক্যাম্পাসে পৃথক পৃথক স্টলে নানা রকম পিঠাপুলির পসরা সাজিয়ে বসেছেন শিক্ষার্থীরা।

এর মধ্যে কতিপয় পিঠা একেবারেই নতুন আবার কিছু অতিপরিচিত। প্রতিটা পিঠার ওপরে লেখা আছে পরিচিত নাম ও মূল্য। এসব পিঠার নামও বেশ বাহারি। শিশুরা বাবা-মায়ের হাত ধরে ঘুরে দেখছেন স্টল। জানছেন নতুন নতুন পিঠা সম্পর্কে। এ সময় পুরো স্কুল মাঠ রূপ নিয়েছে অন্যরকম মিলনমেলায়।

পিঠা উৎসবে ১১টি পৃথক স্টলে ছিল শতাধিক বাহারি রকম পিঠাপুলি ভাপাপুলি, দুধপুলি, আওলা কেশরি, পুলি, খিরুলি, পাটিসাপটা, জামাই সোহাগী, গোলাপ, চিতই, কানমুচরি, পায়েস, পুডিং, তেল পিঠা, দুধ চিতই, ফুল পিঠা, ক্ষির, মুঠা পিঠা, রস গোলাপ ও কেকসহ শতাধিক পিঠাপুলি। পিঠা উৎসবে ছিল শীতকালীন মুখরোচক খাবার হাঁসের মাংশ ও রুটি। জানা-অজানা পিঠার সম্পর্কে জানতে পেরে এবং স্বাদ গ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা।

হারিয়ে যাওয়া ঐতিহ্যের শীতের এই পিঠার এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি অভিভাবক ও স্থানীয়রা। তাদের চাওয়া প্রতি বছরই যেন এমন আয়োজন করা হয়।

কলেজ অধ্যক্ষ নুর উদ্দিন ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি গ্রামীন সংস্কৃতি চর্চা করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সমৃদ্ধি করতে আমরা এমন আয়োজন করে আসছি। (ঢাকা টাইমস/০৯জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জনগণের সমস্যা সমাধানে পাশে থাকবে বিএনপি’
ডিপিএল: শেষ বলে পারটেক্সের এক উইকেটের শ্বাসরুদ্ধকর জয়
পানির উৎস ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণের দাবি উপকূলবাসীর
সুন্দরবনের গহিনে আগুন জ্বলছে, পানি নেই, কাটা হচ্ছে ফায়ার লাইন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা