স্বেচ্ছাসেবক দল নেতা খোকনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৫১
অ- অ+

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক এস এ খোকনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা হয়েছে। এ মামলায় খোকনসহ আরও চারজনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী যুবদলকর্মী এনামুল হাসান শ্যামলের ভাই ইলিয়াস হোসেন বাদী হয়ে শুক্রবার দক্ষিণখান থানায় এই মামলা দায়ের করেন।

জানা গেছে, চালাবনের চৈতি গার্মেন্টস এলাকার ব্যবসায়ী ও যুবদলের কর্মী এনামুল হাসান শ্যামলকে ডেকে নিয়ে এস এ খোকনের নেতৃত্বে মারধর করে ও চাকু দিয়ে জখম করে কিশোরগ্যাং সদস্যরা। গুরুতর আহত শ্যামল বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তার পাজড়ের হাড় ভেঙে যাওয়াসহ নানা জটিলতা সৃষ্টি হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি খোকনের ফোন পেয়ে তার অফিসের দিকে যাওয়ার পথে প্রথমে মারধর করা হয়। পরে শ্যামলকে খোকনের অফিসে নিয়ে গিয়ে আরেকবার মারধর করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উদ্ধার করে শ্যামলকে দ্রুত হাসপাতে ভর্তি করা হয়।

স্থানীয় বিএনপি নেতা ও এলাকাবাসী জানান, ৫ আগস্টের পর থেকে এলাকার কিশোরগ্যাংয়ের সক্রিয় সদস্যরা চাঁদাবাজ ও কিশোরগ্যাংয়ের সক্রিয় সদস্য ফরহাদের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক এস এ খোকনের শেল্টারে চলে যায়।

এর আগে এসব সদস্যরা আওয়ামী লীগ দলীয় স্থানীয় কাউন্সিলর ও উত্তরায় হত্যা মামলার আসামি নাইমসহ স্থানীয় আওয়ামী লীগের হয়ে দখল চাঁদাবাজি করতো। এখন তারাই খোকনের ছায়াতলে এসে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। খোকন নিজে এসব বাহিনী দিয়ে দখল চাঁদাবাজির রাজত্ব কায়েম করছেন বলে অভিযোগ স্থানীয়দের তারা।

এলাকাবাসী জানান, আধিপত্য বাড়াতে গত তিন-চার মাসে প্রায় ২০টির বেশি মারামারির ঘটনা ঘটিয়েছে খোকন বাহিনী। অধিকাংশ ক্ষেত্রেই খোকন নিজেই উপস্থিত থেকে এসব অপকর্ম করেছেন। এসব সন্ত্রাসী কাজে খোকনের প্রধান হাত খ্যাত ফরহাদের বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা আছে।

বিএনপির একটি সূত্র জানায়, খোকনকে আর্থিকভাবে শেল্টার দিয়ে গড়ে তুলছেন দক্ষিণখান থানা বিএনপির একজন শীর্ষ নেতা। এই নেতা গডফাদার টাইপের রাজনীতি পছন্দ করে। তাই খোকনের বেপরোয়া কার্যক্রমে সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি। খোকনের নেতৃত্বে গত শুক্রবারের মারধরের ঘটনায় যাতে মামলা না হয় এজন্য তিনি ব্যপক চাপ সৃষ্টি করেন দক্ষিণখান থানায়। তবে দুই-তিনশ এলাকাবাসী থানায় গিয়ে প্রতিবাদ করায় মামলা নিতে বাধ্য হয় পুলিশ।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোসরদের প্রতি দয়া নয়, বয়কট করুন: নাসির উদ্দীন পাটোয়ারী
চট্টগ্রামে মাইক্লোর নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ
সামনে ‘সেন্টারিস্ট রাজনীতি’ বিপদের সম্মুখীন হতে পারে, আশঙ্কা রিজভীর
ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক এখনও দিতে পারেনি রাজশাহী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা