বোয়ালমারীতে ট্রেন-নসিমন সংঘর্ষে নিহত ১

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেন-নসিমন সংঘর্ষে এক নসিমন চালক নিহত হয়েছেন। তার নাম সুজন মিয়া (২৪)। এছাড়া রিফাত (২০) নামে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চতুল চিতাঘাটা মুন্সিবাড়ি রেলগেট (অরক্ষিত রেলক্রসিং) এলাকায় রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সঙ্গে নসিমনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সম্প্রতি ফরিদপুর সদরে উপজেলার মুন্সিবাজার এলাকায় একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর এক সপ্তাহের মাথায় ফের অরক্ষিত রেলক্রসিংয়ে দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটলো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুজন মিয়াসহ কয়েকজন নির্মাণ শ্রমিক একটি সিমেন্ট বোঝাই নসিমনে যাত্রী হয়ে পার্শ্ববর্তী তেলজুড়ি গ্রামে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সাথে চতুল মুন্সীবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় নসিমনের সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সুজন মিয়ার দেহ থেকে দুই পা বিছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘনায় মারাত্মক আহত সুজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায় চিকিৎসকরা।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, ট্রেন দূর্ঘটনার সুজন নামে একজন আহত রোগি এসেছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ি রেলওয়ে থানা পুলিশের দায়িত্বে থাকা উপপরিদর্শক আব্দুল করিম জানান, বোয়ালমারীতে দূর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছেন। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অরক্ষিত রেলক্রসিংয়ে অহরহ দূর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গত এক সপ্তাহ আগে ফরিদপুর জেলা সদরের মুন্সীবাজার এলাকায় ৬জন মারা যাওয়ার ঘটনায় তদন্ত টিম কাজ করছে। অরক্ষিত রেলক্রসিং এলাকায় কিভাবে দূর্ঘটনা এড়ানো যায় সে বিষয়ে রেলওয়ের উর্ধতন কর্তৃপক্ষ কাজ শুরু করেছেন।
(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/কেএ)

মন্তব্য করুন