ফরিদপুরে গভীর রাতে টার্মিনালে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন 

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:২০
অ- অ+

ফরিদপুরে গভীর রাতে বাস টার্মিনালে রাখা সাদ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুনে বাসের ভিতরের সম্পূর্ণ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে শহরের বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

সাদ পরিবহনের সুপারভাইজার গোপাল চন্দ্র দাস জানান, বুধবার রাতে মাগুরা থেকে টিপ দিয়ে ফরিদপুরে এসে টার্মিনালে গাড়িটি পার্কিং করেন তিনি। রাতের খাওয়া দাওয়া শেষে গাড়িতেই ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে গাড়ির মধ্যে আগুনের তাপ লাগায় হঠাৎ ঘুম ভেঙে যায় তার।

গোপাল চন্দ্র দাস বলেন, ‘ঘুম ভেঙে গেলে দেখি গাড়ির ভেতরের পিছনের অংশে আগুন জ্বলছে। তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে চিৎকার করলে অন্য গাড়ির লোকজন এগিয়ে আসে।’

ওই সময়ই ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্ররণ আনে বলে জানান তিনি।

গাড়ির পেছনের গ্লাস ভেঙে আগুন দেয় দূর্বৃত্তরা। গাড়িটির মালিক ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান ছিদ্দিকী কামরুল।

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিবুর রহমান সুজন জানান, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান ছিদ্দিকীর ওপর এর আগে হামলা হয়েছে, এবার তার গাড়ি পুড়িয়ে দেওয়া হলো। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান তিনি। গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বতন্ত্র ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, যা বললেন প্রক্টর
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত
জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক-অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার
যানজট নিরসনে রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে: প্রেস উইং
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা