এবার ফরিদপুর পৌর এলাকায় হাসি ফুটাল এ কে আজাদের শীতবস্ত্র

ফরিদপুর অফিস, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:১৪
অ- অ+

ফরিদপুরের শীতার্ত দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ। কনকনে শীতে উষ্ণতার ছোঁয়া পেয়ে শীতার্তের মুখে হাসি।

স্বনামখ্যাত এই শিল্পপতির নির্দেশনায় দশ দিনবাপী কম্বল বিতরণের আয়োজনের সপ্তম দিন শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ফরিদপুর পৌর এলাকায় চলে এই কর্মসূচি। স্থানীয় আলীপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিশিয়ারিস ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির (এসডিসি) অফিস চত্বরে এক হাজার দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র।

শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি‘র সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় চলছে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ। পর্যায়ক্রমে ফরিদপুর সদরের বারোটি ইউনিয়ন ও ফরিদপুর পৌর এলাকার ২৭টি ওয়ার্ডে মোট ২০ হাজার কম্বল পৌঁছে দেয়া হচ্ছে।

এ কাজে সহায়তা করছে ফরিদপুরের পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সমকাল সুহৃদ সমাবেশ। বাস্তবায়নকারী এনজিওগুলো হলো এফডিএ, বিএফএফ, একেকে, এসডিসি ও পিডাব্লিউ।

ব্যাংকটির ফরিদপুর শাখার ম্যানেজার কে এম আনিসুর রহমানের তত্ত্বাবধানে শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের পরিচালক আবুল কালাম আজাদ, এফডিএর উপদেষ্টা আজাহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফের নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, পিডাব্লিউর নির্বাহী পরিচালক হাফিজুর রহমান প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথির বক্তব্যে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের পরিচালক আবুল কালাম আজাদ বলেন, শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদের নির্দেশনায় ব্যাংটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তাদের অনুদানে এবং বাস্তবায়নকারী সংগঠন ও প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে সুশৃঙ্খলভাবে প্রান্তিক মানুষের হাতে শীতবস্ত্র পৌঁছানো সম্ভব হচ্ছে।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে আজ
ঢালিউডের ‘মহানায়ক’ মান্নাকে হারানোর ১৭ বছর
মানুষের কিছু ভুলে বাড়ছে অগ্ন্যাশয়ের ক্যানসার! জানুন, সাবধান হোন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পাঁচ গাড়ির সংঘর্ষ, আহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা