বগুড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৮| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৩
অ- অ+

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা তিনজন হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।

নিহত আল হোসাইনের জমজ ভাই আল হাসান বলেন, রবিবার বিকালে তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ ব্যানিজ্য মেলা ঘুরতে যাই। আমরা রাতের বেলায় মেলা থেকে বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি অতিক্রম করার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আমার ভাই আল হোসাইনসহ মোটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়। আমরা সান্তাহার পোঁওতা রেলগেট থেকে ফিরে এসে দেখি সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-সহকা‌রি পরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, তারা এক মোটরসাইকেলে তিনজন আসার সময় ঢাকাগামী কোচকে ওভারটেক করে সামনে যাওয়ার সময় মোট‌র সাইকেলের নিয়ন্ত্রণ হারায়। এ সময় সামনের দিক থেকে আসা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তা‌দের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শে‌ষে মরদেহ পরিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী আতিক, জামালপুরে উৎসবের আমেজ
রাতের আঁধারে নয়, ভোটের স্বচ্ছতা নিশ্চিতে দিনের আলোতেই সব কিছু চাই: সিইসি
আ.লীগ গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে: মির্জা ফখরুল
পল্লবীতে শহীদ আফনান ফাইয়াজ পরিবারের পাশে রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা