শ্যামপুরে প্লাস্টিক কারখানায় আগুন, ৭ ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণ

রাজধানীর শ্যামপুরে একটি পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার ভোর ৫টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র ঢাকাটাইমসকে জানিয়েছে, রাজধানীর কদমতলীর ১১ নম্বর লাল মসজিদ রোডের শ্যামপুর বিসিকে ৬ নম্বর রোডের ১৪ নম্বর প্লটে পুরাতন স্যান্ডেলের রিসাইক্লিং কারখানা মজুমদার ট্রেডার্সে ভোরে আগুন লাগে। ৫টায় খবর পেয়ে ৫টা ৮ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এরপর পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৭টি ইউনিট কাজ করে। সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এসএস/এফএ)

মন্তব্য করুন