মুন্সীগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫১| আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২
অ- অ+

মুন্সীগঞ্জ সদরের নয়গাঁও জাল তৈরির কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক মুন্সীগঞ্জ সদরে পঞ্চসার ইউনিয়নের নয়গাঁও সংলগ্ন এলাকায় অবৈধ কারেন্ট জাল জব্দের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় দুটি জাল তৈরির কারখানা ও দুটি গোডাউন তল্লাশি করে ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ৩ হাজার ৫০০ পিস সুতার রিল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকা।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিল সমূহ ঢাকা মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প পরিচালকের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

(ঢাকা টাইমস/২২ফেব্রুয়ারি/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধানমন্ডি–৩২: ‘আ.লীগ কর্মী’ সন্দেহে যুবককে মারধর, পুলিশে সোপর্দ
কাটাখাল সীমান্তে চারটি কালো ব্যাগে মিলল প্রায় পাঁচ লাখ পিস ইয়াবা
আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে: আমিনুল হক
ধানমন্ডি ৩২: আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে পিটুনি, পরে পুলিশে হস্তান্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা