ভৈরবে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। শুক্রবার রাতে ভৈরব শহরে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কিশোরগঞ্জের ভৈরব থানার ভবানীপুর গ্রামের বাদল মিয়ার ছেলে মো. সাগর মিয়া (৩২), হবিগঞ্জের চুনারুঘাট থানার গানকিরপাড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. সাকিবুল হাসান রনি (২৪)।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার রাতে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবপুর উত্তরপাড়া রফিকুল ইসলাম মহিলা কলেজ সংলগ্ন পাকা রাস্তায় সিএনজিতে তল্লাশি চালিয়ে এক হাজার ৩১৬ পিস ইয়াবাসহ মো. সাগর মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় আসামির হেফাজতে থাকা মাদক বিক্রয় কাজে ব্যবহৃত দুটো মোবাইল ফোন, নগদ এক হাজার ৪শ টাকাসহ একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
অপর এক অভিযানে উপজেলার কমলপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনে পাকা রাস্তার ওপর থেকে একটি ট্রাভেল ব্যাগের তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. সাকিবুল হাসান রনি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
পৃথক অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা।
এ বিষয়ে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা জানান, এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়েরপূর্বক আসামিদেরকে আলামতসহ হস্তান্তর করা হয়েছে।
(ঢাকা টাইমস/২২ফেব্রুয়ারি/এসএ)

মন্তব্য করুন