নগরবাসীর নিরাপত্তায় যা যা করণীয় করে যাচ্ছি: ডিবি প্রধান

নগরবাসীর নিরাপত্তায় যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, ‘সন্ত্রাসী যেই হোক না কেন, আইনের হাত থেকে রক্ষা পাবে না। নগরবাসী যেন নিরাপদে বসবাস করতে পারে এ জন্য যা যা করণীয় আমরা করে যাচ্ছি।’
বুধবার রাত সোয়া ১২টার দিকে নগরের রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে গুলশান-২ গোলচত্বরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
ডিবিপ্রধান বলেন, নগরবাসীর শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য গোয়েন্দা পুলিশ ছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছি। নগরের নিরাপত্তা রক্ষায় যা যা করণীয় আমরা করে যাচ্ছি।’
তিনি বলেন, ‘চেকপোস্ট, পেট্রোল, ফুটপেট্রোল, মোটরসাইকেল টহল, বিভিন্ন ক্ষেত্রে পুলিশের টহল, সেনাবাহিনীর টহল, র্যাব ফোর্সের টহলসহ নিরাপত্তার লক্ষ্যে সব ধরনের কার্যক্রম অব্যাহত আছে।’
এক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, ‘আমাদের চেষ্টা আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সন্ত্রাসী বা যেই কেউই আইনের হাত থেকে রক্ষা পাবে না। যতই শক্তিশালী হোক আইনের হাত থেকে কোনোভাবে রক্ষা পাবে না।’
বিশেষ করে ডিটেকটিভ ব্রাঞ্চের পক্ষ থেকে বলছি আমরা ইতিপূর্বে যে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করেছি তা সবাই দেখেছে। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এলএম/এজে)

মন্তব্য করুন