ঘাটাইলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় মো. মামুন (২১) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল বাসস্ট্যান্ড এলাকায় প্রাথমিক শিক্ষক সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মামুন নাগরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে।

আহত ব্যক্তির নাম উষায়ির হোসেন রিয়েল। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাটাইল প্রাথমিক শিক্ষক সমিতির সামনে দ্রুতগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ট্রাকটি আবারও চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন। এ সময় মোটরসাইকেলের আরোহীর পেছনে থাকা রিয়েলকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের হেফাজতে দেয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/২৮ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাত্রলীগ নেতার ভিডিওর প্রশংসা নোবিপ্রবি অধ্যাপকের
ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন হজমের সমস্যা
সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে বাংলাদেশ: প্রেস সচিব
মে দিবস ২০২৫-এ বয়ে আনুক কর্মজীবীদের আশার আলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা