বোয়ালমারীতে সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের প্রধান কসাই কাকন গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩০| আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০০
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে চিহ্নিত ছিনতাইকারী, সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের প্রধান কসাই কাকনসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী সেনাবাহিনী ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে পৌরসভার ছোলনা গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় ছিনতাইকৃত একটি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— পৌরসভার ছোলনা গ্রামের মো. কবির মিয়ার ছেলে কাকন মিয়া ওরফে কসাই কাকন (৩৫) ও তার সহযোগী চতুল গ্রামের মো. কাউসার মোল্যার ছেলে মাসুদ মোল্যা পিজু।

স্থানীয় সূত্রে জানা যায়, চিহ্নিত সন্ত্রাসী কসাই কাকন ছিনতাই, চাঁদাবাজি, অবৈধ দখল, হামলা, মারধরসহ নানা অপকর্মের সাথে জড়িত। তিনি বোয়ালমারী বাজারসহ আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে চাঁদাবাজিসহ নানা অপকর্ম করে আসছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বোয়ালমারী রেলস্টেশন উপজেলাধীন কাদিরদী কলেজের চার শিক্ষার্থীর ঘুরতে এলে, কৌশলে তাদের পার্শ্ববর্তী হ্যালিপেড এলাকায় নিয়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয় কাকনসহ ২/৩জন ছিনতাইকারী। পরে স্থানীয় এক ছাত্র নেতার সহযোগিতায় একটি মোটরসাইকেল ফেরত পেলেও অপর মোটরসাইকেলের জন্য ৫০ হাজার টাকা চাঁদাদাবি করেন কাকন।

এ ঘটনায় উপজেলার কাদিরদী গ্রামের ভুক্তভোগী শিক্ষার্থী নাফিজ ইকবালের বড়ভাই মো. সোবহান বিশ্বাস বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পরদিন বৃহস্পতিবার বিকালে ভুক্তভোগীদের পক্ষে কাদিরদী বাজারে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ছিনতাইকারীদের গ্রেপ্তারের জোর দাবি জানান তারা। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ থাকায় দুইপাশে প্রায় আধা কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ও বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের মধ্যস্থতায় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়ার পর ছিনতাইকারী চক্রকে গ্রেপ্তারে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও বোয়ালমারী থানা পুলিশ।

অভিযানে শুক্রবার গভীর রাতে ছোলনা থেকে কসাই কাকন ও তার সহযোগী পিজুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় তথ্য উদঘাটনে বিজ্ঞ আদালতে রিমাণ্ডের আবেদন করা হবে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনায় মামলা রুজুর কয়েক ঘণ্টার মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কসাই কাকন ও তার সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ছিনতাইকৃত একটি মোটরসাইকেল উদ্ধার কর হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হবে।

(ঢাকা টাইমস/২৮ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসলেই কি আ.লীগ নিষিদ্ধ হবে নাকি নিষিদ্ধের ধোঁয়া তুলে রাজনীতি হবে?
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা