পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ১৬:৩৫| আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৬:৩৮
অ- অ+

পিরোজপুরে বরিশাল-পিরোজপুর সড়কে ট্রাকের ধাক্কায় মো. আরিফ (২৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার বরিশাল-পিরোজপুর সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আরিফ সদর উপজেলার খলিসাখালী এলাকার মৃত আলী আজগর সেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বরিশাল-পিরোজপুর সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় পার্শ্ব রাস্তা থেকে আরিফ ভ্যান নিয়ে মহাসড়কে বের হন। এসময় বরিশাল থেকে আসা একটি ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে আরিফ ছিটকে সড়কের পাশে পড়ে যান। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক রেবেকা সুলতানা বলেন, মো. আরিফ নামে এক ভ্যানচালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ এবং ট্রাকচালককে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/২৩মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা