নৌকাডুবিতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৫, ১৭:৪৫
অ- অ+

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় সাগরে নিখোঁজ থাকা বিজিবি সিপাহী মো. বিল্লাল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ গোলারচর এলাকার বঙ্গোপসাগর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত বিল্লাল হাসান কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিরতলা গ্রামের বজলুর রহমানের ছেলে ও শাহপরীর দ্বীপ বিজিবি সীমান্ত ফাঁড়িতে কর্মরত সিপাহী ছিলেন।

এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, 'নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগর থেকে বিজিবির সদস্যের মরদেহ পাওয়া গেছে। বিজিবির নিয়ম অনুযায়ী পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

এর আগে সমুদ্রে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায় বহনকারী নৌকায় উদ্ধার অভিযানে যান বিজিবি সদস্যরা। এ সময় নৌকাডুবির ঘটনায় সমুদ্রে নিখোঁজ হন তিনি। অবশেষে তার মরদেহ পাওয়া গেছে।

(ঢাকা টাইমস/২৩মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রমজানের আগে নির্বাচনের ঘোষণা জাতিকে আশার আলো দেখিয়েছে: কাদের গনি চৌধুরী
মুহূর্তেই পদ্মায় বিলীন দোতলা মসজিদ, ঝুঁকিতে ৬০০ পরিবার ও ২০০ ব্যবসাপ্রতিষ্ঠান
গণ-অভ্যুত্থানকালে সংঘটিত ১৯ মামলায় চার্জশিট দিল পুলিশ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুর জেলা বিএনপির বিজয় র‌্যালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা