আলফাডাঙ্গার সাবেক চেয়ারম্যান মনিরুলসহ ৩ জন ভারতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২৫, ১৫:৪১| আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৫:৪৭
অ- অ+

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতের নদিয়া থেকে গ্রেপ্তার হয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মনিরুল হকসহ আরও দুজন।

গ্রেপ্তারকৃত অপর দুজন হলেন— জাফর মিয়া ও কাজী আকাশ। তারা সবাই ফরিদপুর জেলার বাসিন্দা।

ভারতীয় সংবাদ মাধ্যমসূত্রে জানা যায়, বুধবার রাতে সীমান্ত সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গাংনাপুর থানা পুলিশের সদস্যরা।

গাংনাপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের তিনজনের আচরণে সন্দেহজনক মনে হয়। এসময় তাদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নির্দিষ্ট আইনের ধারায় মামলা দায়ের করে বৃহস্পতিবার নদিয়ার রানাঘাট বিচারবিভাগীয় আদালতে হাজির করানো হয়। পরে তাদের কারাগারে পাঠান আদালত।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কাজী মনিরুল হক চেয়ারম্যান হন। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের পর থেকে তিনি পলাতক ছিলেন।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এলএম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল করিম, সম্পাদক আনিসুজ্জামান
ঢাকার যানজটের অপ্রতিরোধ্য প্রভাব-যন্ত্রণা এবং তার সমাধান
মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবে নির্বাচিত সংসদ: তারেক রহমান
রাজনৈতিকভাবে একটা অস্বাভাবিক পরিস্থিতিতে বাস করছি: মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা