চাঁদপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৫, ১১:২৬| আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১২:১৫
অ- অ+

চাঁদপুরের হাজীগঞ্জে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. নুরুল ইসলাম (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার এশার নামাজের সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর গোগরা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম হাজীগঞ্জ উপজেলার দেবপুর গোগরা গ্রামের শেখ বাড়ির মৃত গফুর শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, নুরুল ইসলাম এশার নামাজ পড়ার উদ্দেশে ঘটনাস্থল দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। ওই সময় হাজীগঞ্জ থেকে আসা চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন, হাসপাতালে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, আইনি ব্যবস্থা গ্রহণের পর বৃদ্ধের মরদেহ হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/০৫এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা