নাশকতার মামলায় চাঁদপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ গাজীকে শুক্রবার দিনগত রাত আড়াইটায় শহরের মূখার্জী ঘাট এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এছাড়া তিনি চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, নাশকতার মামলায় ইউসুফ গাজীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।(ঢাকা টাইমস/১৯এপ্রিল/এসএ)

মন্তব্য করুন