চাঁপাইনবাবগঞ্জে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৫, ১৪:০৫
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি বাড়ি থেকে চুরি হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কুখ্যাত চোর আরিফুল ইসলাম ভটাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

এর আগে সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম ভটার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি ও মাদকসহ ১৯টি মামলা রয়েছে।

অন্য গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন পৌর এলাকার পুরাতন বাজার মহল্লার স্বর্ণ ব্যবসায়ী শিল্পী জুয়েলার্সের মালিক স্বাধীন নন্দী। তাকে চোরাই স্বর্ণ কেনার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গত ১৯ এপ্রিল রাতে শহরের নয়াগোলা গাইনপাড়া মহল্লার মমিনুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এসময় চোর তার বাড়ি থেকে নগদ দেড় লাখ টাকা ও পৌনে ৫ ভরি স্বর্ণলংকার নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নামে এবং কুখ্যাত চোর আরিফুল ইসলাম ভটাকে গ্রেপ্তার করা হলে সে চুরি কথা স্বীকার করেন এবং তার স্বীকারোক্তি অনুযায়ী নগদ ১৫ হাজার টাকাসহ কিছু স্বর্ণালংকার উদ্ধারসহ স্বর্ণ দোকানদার স্বাধীন নন্দীকে গ্রেপ্তার করা হয়।

চুরির বাকি টাকা এবং স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

(ঢাকা টাইমস/২২এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
ক্রান্তিকালে দেশ, আয় কমছে শ্রমজীবী মানুষের: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা