চাঁদপুরে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৫০
অ- অ+

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ট্রাক্টরের সঙ্গে সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই শাহজাহান পাটওয়ারী (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কুমারডুগি ও জাফর বাড়ির মধ্যবর্তী হাওলাদার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান পাটওয়ারী শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মফিজুল ইসলাম পাটওয়ারীর ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও চারজন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী বোগদাদ বাসটি ঘটনাস্থল অতিক্রম করার সময় বাসের হেডলাইট চাঁদপুরমুখী সিএনজি চালকের চোখে বিচ্ছুরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সামনে থাকা দাঁড়ানো ট্রাক্টরের পেছনে ঢুকে পড়ে সিএনজিটি।

এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার শিকার গাড়িটি বাবুরহাট এলাকার আজাদ মৃধার।

খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও শাহমাহমুদপুরের সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি ঘটনাস্থলে আসেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘লাশটি উদ্ধার করে চাঁদপুর নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে সহপাঠীতে হাতে খুন হলো খুদে ক্রিকেটার রাহাত
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা