৪ বছরেও অসম্পূর্ণ মনু নদী প্রতিরক্ষা প্রকল্পের কাজ, চরম বিপাকে কুলাউড়ার লক্ষাধিক মানুষ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২০২১ সালে শুরু হয়েছিল মনু নদী প্রতিরক্ষা প্রকল্পের কাজ। চার বছর পার হয়ে গেলেও সে কাজ আজও শেষ হয়নি। এতে চরম বিপাকে পড়েছেন উপজেলার কয়েক লাখ মানুষ।
১০ নং হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজার থেকে মনু বাজার রাস্তা দীর্ঘদিন থেকে সংস্কারহীন। পুরো রাস্তা জুড়েই ছোট বড় গর্ত। এছাড়াও টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়া গ্রামের নদী বেড়ীবাঁধ এবং শরীফপুর ইউনিয়নের একাধিক গ্রামে মনু নদী বেড়ীবাঁধের কাজ না হওয়ায় আশঙ্কাগ্রস্ত এই তিন ইউনিয়নের প্রায় দেড় লাখ বাসিন্দা।
গত বছর টিলাগাঁও ইউনিয়নের মিয়ারপাড়ায় এবং সালন গ্রামসহ একাধিক স্থানে মনু নদী বাঁধ ভেঙে পানিবন্দি হন অর্ধলাখ মানুষ। ভাঙার উপক্রম হয়েছিল হাজীপুর ও শরীফপুরের একাধিক বেড়িবাঁধ স্পটও। টিলাগাঁও ও হাজীপুর ইউনিয়নে মনু নদী প্রতিরক্ষা প্রকল্পের কাজ কিছুটা হলেও শরীফপুর ইউনিয়নে বিএসএফের বাধায় প্রতিরক্ষা প্রকল্পের কাজ শুরু করা যায়নি বলে জানা যায়।
১০ নং হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজার থেকে মনু বাজার আধা কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী দীর্ঘদিন থেকে। জরাজীর্ণ এই রাস্তায় প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সাময়িক চলাচলের উপযোগী করতে গর্তে ভরা পিচ রাস্তা উপড়ে ফেলে সাময়িক মেরামতের উদ্যোগ নিয়েছে হাজীপুর ইউনিয়ন পরিষদ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সরেজমিনে রাস্তা মেরামত পরিদর্শনে গেলে ১০ নং হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল বলেন, ‘আমার ইউনিয়নের ৪০ হাজার মানুষের যাতায়াত পথ কটারকোনা টু মনু বাজার রাস্তায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এত দিনে পানি উন্নয়ন বোর্ড এই আধা কিলোমিটার রাস্তায় কোনো কাজই করেনি। তাই জনগণের কথা ভেবে ইউনিয়ন পরিষদের উদ্যোগে গর্তে ভরা পিচ রাস্তা উপড়ে ফেলে সাময়িক চলাচলের উপযোগী করেছি। আমি মৌলভীবাজার জেলা প্রশাসকের উন্নয়ন সভায় বারবার বলেছি হাজীপুরের নদী তীরবর্তী এই রাস্তার কাজ দ্রুত শেষ করার জন্য।’
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলিদ বলেন, ‘মনু নদী প্রতিরক্ষা প্রকল্পে কুলাউড়ায় এখন পর্যন্ত ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। কিন্তু কিছু স্থানে বিএসএফের বাধায় কাজ করা যায়নি। আমরা ২০২৩ সালে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন ভারতের নয়াদিল্লিতে কাজের বিষয়ে একটি পত্র পাঠালেও এখনো তার কোনো জবাব পাইনি।’
কুলউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে মনু নদীর বৃহৎ প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে জেলা উন্নয়ন সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিএসএফের কাজে বাধার বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এজে)

মন্তব্য করুন