৫০ দিন ধরে অবরুদ্ধ গাজা, সাহায্যের মজুদ সম্পূর্ণ শেষ, হামলায় নিহত আরও ৮৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৪০| আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫২
অ- অ+

গাজা ৫০ দিনেরও বেশি সময় ধরে অবরোধ করে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। ছিটমহলে সাহায্যের মজুদ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে বলে জাতিসংঘ জানিয়েছে। এদিকে ইসরায়েলি বিমান হামলায় আরও কমপক্ষে ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গণহত্যায় মৃতের সংখ্যা ৫১ হাজার ৪৩৯ জনে দাঁড়িয়েছে। খবর আনাদোলু এজেন্সি, আল জাজিরার।

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১৬৮ জন আহতকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যার ফলে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা এক লাখ ১৭ হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে।

“অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না,” এতে আরও বলা হয়েছে।

জানুয়ারিতে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তি কার্যকর হওয়ার পরেও ইসরায়েলি সেনাবাহিনী ১৮ মার্চ গাজা উপত্যকায় এক আকস্মিক বিমান অভিযান শুরু করে, যার ফলে দুই হাজার ৬২ জন নিহত এবং পাঁচ হাজার ৩৭৫ জন আহত হয়।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রধান বলেছেন, ইসরায়েল গাজায় মানবসৃষ্ট এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অনাহার চাপিয়ে দিচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে যে ছিটমহলে সাহায্যের মজুদ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে।

খাদ্য অধিকার বিষয়ক জাতিসংঘের দূত মাইকেল ফাখরি বলেছেন, ইসরায়েল ৫০ দিনেরও বেশি সময় ধরে গাজা অবরোধ করে রেখেছে এবং কোনো প্রতিক্রিয়া ছাড়াই এই ‘অনাহার অভিযান’ চালিয়ে যাচ্ছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ছিটমহলের ওপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
ভেষজ ঔষধি ঢেঁড়স ডায়াবেটিস ও ক্যানসারের ঝুঁকি কমায়
গরমে স্বাস্থ্য রক্ষায় কোন পাত্রে কতটুকু পানি পান করা নিরাপদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা