বদলগাছীতে স্ত্রীর মামলায় ইউপি সদস্য কারাগারে 

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৫, ১৫:২৪| আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৫:৩৫
অ- অ+

নওগাঁর বদলগাছীতে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় আব্দুল করিম ওরফে চয়েন (৩৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।

এর আগে শুক্রবার বিকালে বদলগাছী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল করিম ওরফে চয়েন গোয়ালভিটা গ্রামের গছিম উদ্দিনের ছেলে। তিনি পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বদলগাছী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল ইসলাম বুলেটের অনুসারী।

পুলিশ জানায়, ইউপি সদস্য করিমের স্ত্রী বাদী হয়ে জয়পুরহাট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের তিন ধারায় মামলা দায়ের করেন। আদালত ২০২৪ সালে করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, গতকাল থানায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ডেলিভারি সার্ভিস ঘরে মিটিং করছিল। এ সময় তাকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২৬এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
 হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
আধুনিক বিমান বাহিনী গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা
বগুড়ায় অ‌টো‌রিকশা চালক হত্যার দায়ে দুজ‌নের মৃত্যুদণ্ড
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা