রাষ্ট্রপতির উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজন

১৯৭৫ থেকে ২০২৫—গৌরবময় ৫০ বছরের পথচলা পিজিআরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২৫, ১৬:৪১
অ- অ+

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠান উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ (সোমবার) সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পিজিআর কমান্ডার।

রাষ্ট্রপতি কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করার পর পিজিআরের অফিসার ও জেসিওদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি শহিদ ক্যাপ্টেন হাফিজ হলে আয়োজিত দরবারে অংশ নেন এবং উপস্থিত সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বক্তব্যে রাষ্ট্রপতি পিজিআর-এর সুবর্ণ জয়ন্তীতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি মুক্তিযুদ্ধের শহীদ এবং পিজিআরের পাঁচ শহীদ সদস্যসহ সকল প্রয়াত সৈনিকদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

রাষ্ট্রপতি বলেন, ‘পিজিআর সদস্যরা নিষ্ঠা, শৃঙ্খলা এবং পেশাগত দক্ষতার অনন্য নজির স্থাপন করেছে। ভবিষ্যতেও নেতৃত্বের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালন করে যেতে হবে।’

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। প্রতিষ্ঠার পর থেকে পিজিআর রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান: চিহ্নিত ছিনতাইকারীসহ ৪১ জন গ্রেপ্তার
সিআইডির এসপি ও ডিএমপির পরিদর্শক পরিচয়ে ৬০ লাখ টাকা চাঁদাবাজির চেষ্টা, গ্রেপ্তার দু’জনকে ৫ দিনের রিমান্ড
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হিন্দু আইন’ নিয়ে দিনব্যাপী সেমিনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা