ড্রোনে ওড়ানোয় ইন্টেলের বিশ্ব রেকর্ড

আকাশে ড্রোন ওড়ানোয় বিশ্ব রেকর্ড করেছে ইন্টেল। ড্রোন উড়িয়ে প্রতিষ্ঠানটি গিনিস বুকে নাম লিখিয়ে নিয়েছে। সম্প্রতি জার্মানে ড্রোন নিয়ে উড়ান প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই আয়োজনে একসাথে ৫০০ ড্রোন আকাশে ওড়ানো হয়।
জার্মানির একটি ফুটবল মাঠে ইন্টেল করপোরেশন তাদের ১০০ ড্রোন উড়িয়ে এ রেকর্ড করে। এর আগে ২০১৫ সালেও ড্রোন উড়িয়ে রেকর্ড করেছিলো ইন্টেল।
ইন্টেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড্যানিয়েল গার্ডন বলেন, ‘আামাদের ড্রোনগুলো দক্ষতার সঙ্গে আকাশ উড়তে সক্ষম হয়েছে।সেই সঙ্গে একই সঙ্গে এতগুলো ড্রোন আকাশে উড়ে রেকর্ড গড়েছে।
(ঢাকাটাইমস/৮নভেম্বর/এসজেআর)

মন্তব্য করুন