আশুলিয়ায় চলছে 'ঢাকা অ্যাটাক’ছবির শুটিং

পরিচালক দীপঙ্কর দীপন পরিচালিত আলোচিত ‘ঢাকাঅ্যাটাক’ছবির শুটিং শুরু হয়েছে। আশুলিয়ার মমতাপল্লীতে চলছে শুটিং। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মাহিয়া মাহি।
শুটিং নিয়ে পরিচালক দীপঙ্কর দীপন ঢাকাটাইমসকে বলেন, ‘আজ থেকে ঢাকা অ্যাটাক ছবির শুটিং শুরু হলো। শুরুতেই অ্যাকশন দৃশ্যের শুটিং চলছে। শুটিং হচ্ছে আশুলিয়ার মমতাপল্লীতে।ছবিটিতে খলনায়কের ভূমিকায় আছেন নবাগত তাসকিন।’
তিনি বলেন, ‘ছবির নায়ক আরেফিন শুভ শুটিংয়ে অংশ নিবে ২০ তারিখ এবং মাহি যোগ দেবেন ২২ তারিখ থেকে।’
ছবির সহকারি পরিচালক রাজু ঢাকাটাইমসকে বলেন, নতুন খলনায়ক তাসকিনকে নিয়ে ঢাকা অ্যাটাক’ছবির শুটিংয়ের কাজ হাতে নেওয়া হয়েছে। দর্শকরা তাসনিকনে নতুন খলনায়ক হিসেবে বাংলা ছবিতে দেখতে পাবেন। তাসকিন প্রবাসী শিল্পী।থাকেন অস্ট্রেলিয়াতে।তার ছবি এখনি প্রকাশ করা হবে না। এটা দর্শকদের জন্য সারপ্রাইজ ।
ছবিটি আগামী মার্চেই মুক্তি দেয়ার প্রচেষ্টা চলছে।। মাহি-শুভ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নওশাবা, এবিএম সুমন প্রমুখ।
এর আগে আরিফিন শুভ ও মাহি জুটিকে একসাথে দেখা গেছে অগ্নি ও ওয়ার্নিং ছবিতে।
(ঢাকাটাইমস/১৫নভেম্বর /এসজেআর/এজেড)

মন্তব্য করুন